ভালো থাকার ভ‍্যাকসিন

বিয়ের আগের জীবনটা কতই না ভালো ছিল। সম্পূর্ণ স্বাধীন একটা জীবন। কত স্বপ্ন, কত আনন্দ, কত ইচ্ছা! আর এখন প্রজ্ঞা সম্পূর্ণভাবে ফেঁসে গেছে এই সংসারের জালের মধ্যে। এ শুধু প্রজ্ঞার সমস্যা নয়। হলফ করে বলা যায় পৃথিবীর কোনও মেয়েই এই সমস্যা থেকে মুক্ত নয়। এই গল্পে তারই প্রতিচ্ছবি।    

by শতরূপা সিংহ | 28 April, 2021 | 741 | Tags : housewife freedom for women Mother-in-law's authority patriarchy